আজকের শিরোনাম :

রাজবাড়ী কারাগার থে‌কে ৪২ কয়েদীর মুক্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২০, ১৮:৫৪

ক‌রোনাভাইরাস সংক্রমণ প‌রি‌স্থি‌তি‌তে স্বরাষ্ট্র মন্ত্রণা‌ল‌য়ের নির্দেশনা অনুযায়ী বি‌ভিন্ন মেয়া‌দে সাজাপ্রাপ্ত ৪২ জন বন্দী‌কে রাজবাড়ী জেলা কারাগার থে‌কে মু‌ক্তি দেয়া হ‌য়ে‌ছে।

শনিবার ৯ মে দুপুর ২টার দি‌কে ৪২ বন্দী‌দের মু‌ক্তি দেয়া হয়। রাজবাড়ী জেলা কারাগার সূত্র জানা যায়, ক‌রোনাভাইরাস সংক্রমণ প‌রি‌স্থি‌তি‌তে স্বরাষ্ট্র মন্ত্রণা‌ল‌য়ের নির্দেশনা অনুযায়ী ৩মে পাওয়া এক চি‌ঠি‌তে মোবাইল কো‌র্টের মাদক মামলার ৩ থে‌কে ৬ মা‌সের সাজাপ্রাপ্ত ৩৯ জন এবং নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও প্রতারন মামলার ৩ আসামীসহ ৪২ জন‌ বন্দী‌ আসামী‌কে মু‌ক্তির নি‌র্দেশনা আ‌সে। ৩৯ জন এবং এর আ‌গের ৩ জন‌ সহ ৪২ সাজাপ্রাপ্ত আসামিকে মু‌ক্তি দেওয়া হয়।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার নুর মোহাম্মদ জানান, করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩মে পাওয়া এক চিঠিতে মোবাইল কোর্টের মাদক মামলার ৩ থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত ৩৯ জন এবং নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও প্রতারণা মামলার ৩ আসামীসহ মোট ৪২ জন বন্দীকে মুক্তির নির্দেশনা আসে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ