আজকের শিরোনাম :

শিবপুরে কচু চাষ করে লাভবান কৃষক মাহাবুব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২০, ১১:৫৭

শিবপুরে কচু চাষ করে স্বাবলম্বি হয়েছেন কৃষক মাহবুব আলম খন্দকার। উপজেলার দত্তেরগাঁও ভিটি পাড়া গ্রামে দেড় বিঘা জমিতে কচু চাষ শুরু করেন প্রায় ৩ মাস আগে।

নিড়ি দেয়া, সার, ফসপেট, কীটনাশক প্রয়োগসহ দেড় বিঘা জমিতে কচু চাষ করতে ইতিমধ্যে তার প্রায় ৪০/৫০হাজার টাকা খরচ হয়েছে। কচু গাছগুলোর ফলনও খুব ভালো হয়েছে এবং এর সাথে কচু গাছগুলোতে ব্যাপক আকারে লতি ধরতে শুরু করেছে।

আগামী ৩ মাসের মধ্যে কচু এবং লতি বিক্রি শেষ হয়ে যাবে। কৃষক মাহবুব আলম খন্দকার জানান, পাইকারি ভাবে প্রতিটি কচু ৪০ টাকা এবং প্রতি কেজি লতি ৪৫ টাকা বিক্রি করা হচ্ছে।

দেড় বিঘা জমিতে প্রায় ১৮ হাজার কচু গাছের চাষ করেছেন তিনি এবং প্রতিটি কচু গাছে ১ কেজির উপরে কচুর লতি হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ২/৩ মাসের মধ্যে কচু ও লতি বিক্রি করে  প্রায় ১৫ লক্ষ টাকা লাভ হবে বলে জানান কৃষক মাহবুব আলম খন্দকার।

শিবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহম্মদ বিন ছাদেক জানান, এ বছর উপজেলায় ৪০ হেক্টর জমিতে কচু চাষ করা হয়েছে এবং ফলনও ভালো হয়েছে। এতে কৃষকরা ব্যাপক লাভবান হবে।      

এবিএন/আনোয়ার হোসেন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ