আজকের শিরোনাম :

ইউএনওর উদ্যোগে খানসামায় সবজি চাষীদের মুখে হাসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২০, ১৫:৪৭

দিনাজপুরের খানসামায় করোনার প্রভাবে দিশেহারা সবজি চাষীর মুখে হাসি ফুটিয়েছে উপজেলা প্রশাসনের ছোট্ট একটি উদ্যোগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলামের নির্দেশে করোনায় সরকারি খাদ্য সহায়তার সঙ্গে নগদ বরাদ্দের টাকা দিয়ে উপজেলার নিরাপদ সবজির গ্রাম শুশুলী, বাসুলী, ফরিদাবাদের কৃষকদের কাছ থেকে কৃষি বিভাগের মাধ্যমে সবজি কিনে অসহায়-গরীব ও কর্মহীনদের মাঝে বিতরণ করছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এবং বিতরন কার্যক্রম পর্যবেক্ষণ করছে ছয়টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারগণ।

উপজেলা কৃষি অফিসার মো. আফজাল হোসেন জানান, ইউএনও স্যারের নির্দেশে ক্ষেতে গিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে বাজার দরে প্রথম পর্যায়ে ৩৬০০ পিস চাল কুমড়া কিনে ত্রাণের সাথে বিতরণ করা হয়। এতে কৃষকও উপকৃত হবে এবং কৃষি পণ্যের বাজার ব্যবস্থা আরো উন্নত হবে।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, করোনা পরবর্তী পরিস্থিতি সামলাতে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিন্তে এখন থেকেই ভাবতে হবে। এ জন্য সবার আগে কৃষক বাঁচাতে হবে। কৃষক যদি ফসল ফলিয়ে ন্যায্য দাম পায়। সেইজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষকদের কাছে সবজি কিনে বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম চলমান থাকবে।

এবিএন/এস.এম.রকি/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ