আজকের শিরোনাম :

নিকলীতে বোরো ধান সংগ্রহে কৃষকদের তালিকা বাছাই লটারি অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২০, ১২:৪৭

গতকাল ৭ মে ২০২০ বৃহস্পতিবার সকাল ১০টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে খাদ্যগুদামে ধান ক্রয়ের লক্ষ্যে কৃষি কার্ড নাম্বার হতে দৈবচয়ন প্রক্রিয়ার মাধ্যমে নিকলী উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৯৬৫ জন কৃষকের কাছ থেকে ১৯২৯ মেট্রিক টন ধান নিবে। উপস্থিত কৃষক প্রতিনিধি ইউনিয়ন পরিষদ সদস্য ও সাংবাদিকসহ এ অনুষ্ঠান আরম্ভ করেন।

নিকলী উপজেলা নির্বাহী অফিসার জনাব সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা জনাব বেলায়েত হোসেন, উপজেলা কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রকৃত কৃষক যেন সেই সুবিধাটুকু ভোগ করতে পারেন সেদিকে বিশেষ গুরুত্ব দেয়ার জন্য এবং ৭টি ইউনিয়ন থেকে বাছাই করা কৃষকরাই এই ধান সরবরাহ করবেন।

এবিএন/জয়দেব আচার্য/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ