আজকের শিরোনাম :

ইমাম করোনায় আক্রান্ত, মসজিদ লকডাউন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২০, ০০:৩০ | আপডেট : ০৮ মে ২০২০, ০০:৩৩

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত হওয়ার পর মসজিদটি ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে আটটি পরিবারের সদস্যদের।

সূত্র জানায়, করোনা আক্রান্ত ইমামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামে। তিনি ২৮ এপ্রিল রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ধানুয়া গ্রামে গিয়েছিলেন শ্বশুরের জানাজা ও  দাফন কাজের জন্য। এরপর শরীরে জ্বর নিয়ে ৩ মে ফেরেন শরীয়তপুরে। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে তিনি অবস্থান করছিলেন। এরপর মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার তার নমুনা রিপোর্ট করোনা পজিটিভ এসেছে বলে জানান শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ইমামের করোনা পজিটিভ আসার পর মসজিদটি ১৪ দিনের জন্য লকডাইন করা হয়েছে। তিনি যে কোয়ার্টারে থাকতেন সেই ভবন ও পাশের একটি ভবনের মোট আট পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৯৮৩ জনের নমুনা সংগ্রহ করা হলে তার মধ্যে ৮২২ জনের রিপোর্ট পেয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ৪৮ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯০ বছর বয়সী একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৪৫ বছরের আরেক ব্যক্তি ডামুড্যা পৌরসভার নিজ বাড়িতে মারা যান।সূত্র- কালের কন্ঠ

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ