আজকের শিরোনাম :

বদলগাছীতে প্রথম একজনের করোনা শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২০, ১৩:০০

নওগাঁর বদলগাছীতে প্রথমবারের মত করোনা ভাইরাসে একজন আক্রান্ত হওয়ায় উপজেলাবাসীর মধ্য আতংকিত বিরাজ করছে।

জানা যায়, বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওগ্রাফার সাবিকুন্নাহার (কেয়া) নামে এক কর্মচারীর বেশ কিছুদিন ধরে জ্বর ও কাশি দেখা দেয়।

পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারকে অবগত করে রেস্টে থাকার জন্য মৌখিকভাবে বলে কিন্ত তার কথায় কোন গুরুত্ব না দিয়ে নিয়ম মত তাকে দিয়ে ডিউটি করিয়ে নেওয়া হয়।

সাবিকুন্নাহার বলেন, আমার শরীরে ১০-১২ ধরে জ্বর ও কাশি দেখা দিয়ে ছিল আমি একাধিক বার স্যারকে বলার পরও আমার কথায় কোন পাত্তা না দিয়ে নিয়োম মত ডিউটি করে নেওয়া হয়েছে। আমার জ্বরের মাত্র বেশি হলে করোনার উপসর্গ মনে হয় আমি নিজেই গত ০২/০৫/২০ তারিখে নিজ ইচ্ছায় করোনা ভাইরাসের নমুনা পরিক্ষার জন্য দেয়।

গত ০৫/০৫/২০ তারিখে আমার করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি অসুস্থ অবস্থায় ডিউটি করেছি আমার দ্বারা আরো কেউ আক্রান্ত হতে পারে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার কানিস ফারহানা বলেন, আমাকে বলার পর আমি তাকে সপ্তাহে ৩ দিন অফিস করতে বলেছি। এখন অসুস্থ হয়ে আমাকে দোষোরোপ করে অনেক কথায় বলছে।

এবিএন/হাফিজার রহমান/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ