আজকের শিরোনাম :

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২০, ১২:৩৫

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখা, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম করে ১৩ হাজার ২ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার (৩ মে) এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

এই ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন হোসেনপুর থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৩ মে) উপজেলায় পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখা এবং করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে হোসেনপুর বাজার, রামপুর বাজার, গলাচিপা বাজার, আশুতিয়া বাজার এবং ঠাডারকান্দা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সরকারি আদেশ অমান্যকরণে দন্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং করোনা প্রতিরোধে এই ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এবিএন/মো. খায়রুল ইসলাম/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ