আজকের শিরোনাম :

ঘাটাইলে আধিবাসী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১৪:১৭

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনার কারনে কর্মহীন এক হাজার ২ শত ৭০টি আধিবাসী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শহরগোপিনপুর মাদরাসা মাঠ থেকে খাদ্য সহায়তা প্রদানের কাজ শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক জানান, উপজেলার ধলাপাড়া, সাগরদিঘী, দেওপাড়া, সংগ্রামপুর, লক্ষিন্দর ইউনিয়ন ও ঘাটাইল পৌরসভা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের কারনে কর্মহীন ১ হাজার ২ শত ৭০টি আধিবাসী পরিবারকে তাদের নিজ নিজ এলাকায় গিয়ে খাদ্যসামগ্রী প্রদান করা হবে।

উপস্থিত আধিবাসীরা সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিঠু ভূইয়া, লক্ষিন্দর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ একাব্বর হোসেন, আধিবাসী টাইব্রাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ঘাটাইল শাখার সভাপতি অনিল চন্দ্র বর্মণ  প্রমূখ।

এবিএন/নজরুল ইসলাম/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ