আজকের শিরোনাম :

পীরগঞ্জে কোয়ারেন্টাইনে থাকা ২ গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ১০:৪৫ | আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১০:৪৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঢাকাফেরত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকা দুই জন গার্মেন্টেস কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় ৩ কোভিড-১৯ আক্রান্ত হলেন।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, আক্রান্তরা হলেন ঢাকার মিরপুর-১৩ ফেরত পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নের খাড়িপাড়া  গ্রামের যুবক (মকলেসুর-(১৯) ও গাজীপুর ফেরত একই ইউনিয়নের চন্দরিয়া আমীরপাড়া গ্রামের যুবক (আহাদ আলী-(২৫)। আক্রান্ত দুইজনই গার্মেন্টেস কর্মী।

ওই ২টি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব গ্রামে কেউ ঢুকতে পারবে না, কেউ বের হতেও পারবে না।

ইউএনও জানান, গত ৯ মার্চ ঢাকার মিরপুর ও গাজীপুর থেকে ফেরত ২ জনকে পীরগঞ্জ সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন (সঙ্গ নিরোধ) ছিল তারা।

এ সময় ২১ এপ্রিল মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের শরীরে কোভিড-১৯ পজিটিভ উপস্থিতি পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল জব্বার জানান, আক্রান্ত দুইজনসহ তাদের সংস্পর্শে যারা এসেছিল তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। ততদিন ওই দুইজন বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হবে।

এবিএন/বিষ্ণুপদ রায়/গালিব/জসিম

 

 

এই বিভাগের আরো সংবাদ