আজকের শিরোনাম :

চিরিরবন্দরে দুই ফার্মেসিকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১৪:৫০

দিনাজপুরের চিরিরবন্দরে মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল ২৭ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার রাণীরবন্দরের সুইহারীবাজারে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. মমতাজ বেগম বাজার মনিটরিং করার সময় মা ফার্মেসি ও রায় ফার্মেসিকে মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখার দায়ে ৬ হাজার টাকা জরিমানা করেন। 

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখার দায়ে ওই দুই ফার্মেসিকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।  এ সময় তিনি বাজারে বিভিন্ন পণ্যসামগ্রীর বাজারদরও মনিটরিং করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। 

এবিএন/মো. রফিকুল ইসলাম/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ