আজকের শিরোনাম :

সদরপুরে জ্বর-কাশি নিয়ে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১২:০৪

ফরিদপুরের সদরপুরে জ্বর, কাশি ও মাথা ব্যাথাজনিত উপসর্গ নিয়ে নিয়ে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার দুপুর ১টার দিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যায় ওই কিশোরী।

ওই কিশোরীর শরীর থেকে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করে পরীক্ষা করে দেখার জন্য ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাবে পাঠানো হয়েছে।

ওই কিশোরীর বয়স ১৪। সে শারীরিক প্রতিবন্ধী। গত আটদিন ধরে সে জ্বরে ভুগছিল। তার বাড়ি সদরপুরের সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামে।

সত্যতা নিশ্চিত করে সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, আমরা জেনেছি ওই কিশোরী দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিল। গত কয়েকদিন ধরে তার জ্বর, কাশি ও মাথা ব্যাথা ছিল। তবে তার কোন শ্বাসকষ্ট ছিল না। কিশোরীটি করোনায় আক্রান্ত হয়েছিল কিনা তা শনাক্ত করার জন্য উপাত্ত সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সদরপুরের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ওমর ফয়সাল বলেন, ওই কিশোরীর শরীর থেকে করোনাভাইরাস শনাক্ত করার জন্য প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করে পরীক্ষা করার জন্য সিভিল সার্জনের মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজে করোনা শনাক্তকরণ ল্যাবে পাঠানো হয়েছে।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

 

 

এই বিভাগের আরো সংবাদ