আজকের শিরোনাম :

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের জেল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১১:৫৮

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্র প্রশাসনের নিষেধাজ্ঞা শর্তেও নদীর তীর কেটে অবৈধভাবে কোয়ারী করে বালি পাথর উত্তোলন করার সময় ৭ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে তাহিরপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলা প্রশাসন ও পুলিশ সুপারের নির্দেশনা অমান্য করে পাড়া কাটার গডফাদার ঘাগটিয়া গ্রামের নুরুজ আলী এর নেতৃত্বে শনিবার মধ্যরাতে ও মোশাহিদের নেতৃত্বে রোববার সকালে যাদুকাটার পাড় কেটে অবৈধভাবে কোয়ারী করে বালি পাথর উত্তোলন করার সময় তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহমুদুল হাসান, এএসআই মো. বিল্লাল

হোসেন নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান ৭ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ৭ জনকেই আজ রোববার বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে বাদাঘাট পুলিশ ক্যাম্পের এএসআই মো. বিল্লাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ