আজকের শিরোনাম :

রাজারহাটে ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এ্যাডভোকেসি সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০১৮, ১৭:২০

রাজারহাট (কুড়িগ্রাম), ১২ জুলাই, এবিনিউজ : সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১৪ জুলাই শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. মো. শহিদুল্লাহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান, থানা অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, ১৪ জুলাই অত্র উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশু ৩০৫৪ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশু ২৪৩৫৪ জনসহ মোট ২৭৪২৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। ১৬৮টি স্থায়ী কেন্দ্রে ৩৩৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

এবিএন/রনজিৎ কুমার রায়/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ