আজকের শিরোনাম :

সোনাগাজীতে অটোচালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ১১:২৯

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর সরকারি নির্দেশনার কারণে কর্মহীন হওয়া চরছান্দিয়া ইউনিয়নের ১২’শ রিকশা, অটোরিকশা, টমটম ও সিএনজিচালককে ত্রাণ প্রদান করেছে চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫ কেজি চাউল, ২ কেজি আলু গতকাল শুক্রবার চালকদের হাতে তুলে দেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে চালকরা সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনয়ন পরিষদ কার্যালয় থেকে ত্রাণসামগ্রী নিয়ে যান।

চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর এ নিয়ে ষষ্ঠ দফায় ত্রাণ বিতরণ করেছি। এর আগে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে ও নিজাম উদ্দিন হাজারী এমপি, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিফটন, পৌর মেয়র রফিকুল ইসলাম খোকনের সহযোগিতায় ত্রাণ বিতরণ করেছি।

চরছান্দিয়া ইউনয়নের কোন মানুষ যাতে না খেয়ে থাকে সে বিষয়ে সজাগ রয়েছেন জানান তিনি।

এবিএন/আবুল হোসেন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ