আজকের শিরোনাম :

শাল্লায় কৃষকরে ধান কেটে দিল পুলিশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১২:২৫ | আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১২:২৮

সুনামগঞ্জরে শাল্লায় কৃষকরে পাশে দাড়িয়েছে পুলশি।

শাল্লা থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলামরে নেতেৃত্বে একদল পুলিশ উপজলোর ৪নং শাল্লা ইউনিয়নের দামপুর গ্রামরে এক দরিদ্র কৃষকরে ধান কেটে দেন।

গতকাল বৃহ¯পতবিার সকাল থকে দুপুর পর্যন্ত ১ কদোর জমির ধান কেটে দিয়ে শাল্ল থানার পুলিশের সদস্যরা।

জানা যায়, আগাম বন্যার পূর্বাভাস ও করোনা পরিস্থিতির কারণে শাল্লায় শ্রমিক সংকট দেখা দেয় আর এ কারণে শ্রমিক পাচ্ছিলেন না কৃষক। এ সময়টাতে কৃষকের পাশে গিয়ে দাঁড়িয়েছেন শাল্লা থানা পুলিশ।

শাল্লা থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, কৃষকের দুর্দিনে আমরা সবসময় তাদের পাশে থাকব। প্রয়োজনে আমরা আরও কৃষকের ধান কেটে দিব। তাছাড়া আমরা হাওরে ঘুরে ধান কাটা তদারকি করছি এবং কৃষকদের সমাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত ধান কাটার পরামর্শ দিচ্ছি। এর আগেও করোনা পরস্থিতি মোকাবেলায় অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করে শাল্লা থানা পুলিশ।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ