আজকের শিরোনাম :

বদলগাছীতে করোনা সচেতনতায় ইউএনওর নানা পদক্ষেপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১২:৪২

নওগাঁর বদলগাছীতে নভেল করোনা ভাইরাসকে হার মানাতে রাত দিন পরিশ্রম করে চলছেন।

নভেল করোনা ভাইরাসের শুরু থেকে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির তার নিজের জীবন ঝুঁকি নিয়ে উপজেলাবাসীকে ভাল ও সুস্থ রাখার জন্য বিভিন্ন দিক নির্দেশনা, পরামর্শ দিয়ে যাচ্ছে।

শুধু তাই নয়  নওগাঁ জেলা প্রশাসক হারুন রশিদ এর নির্দেশ মত গরিব অসহায়দের বাড়ী বাড়ী সরকারি খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জনসাধারণের জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে কাজ করে যাচ্ছে।

তিনি উপজেলার প্রাইমারী স্কুলের শিক্ষক, বিভিন্ন দপ্তরের অফিসার, পুলিশ প্রশাসন, রোভার স্কাউট দল, আনসার ভিটিবি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে সরকারি ত্রাণ বিতরণ করছে।

এছাড়াও উপজেলায করোনা সচেতনতায়, ম্যাস্ক, সাবান, জীবাণুনাশক স্প্রেসহ বিভিন্ন কার্যক্রম লক্ষ্য করা গেছে।
সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ইউএনও স্যার রাত-দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ফলে ত্রাণসামগ্রী সঠিকভাবে বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী মুহা. আবু তাহির বলেন, নিজেদের জীবন ও পরিবারের কথা না ভেবে মানুষের জন্য কাজ করছেন তার  এমন কর্ম উপজেলা  সর্বমহলে সারা জাগাইছে। দেশের এ ক্রান্তিকালে জনগণকে সর্বচ্চ সচেতন হতে এবং সরকারি সকল নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি উদাত্ত্ব্য আহবান জানান তিনি

এবিএন/হাফিজার রহমান/গালিব/জসিম
                                            

 

 

 

 

এই বিভাগের আরো সংবাদ