আজকের শিরোনাম :

ধুনটে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১২:২৯

বগুড়ার ধুনট উপজেলায় আউশ ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মতিয়ার রহমান সাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মুশিদুল হক, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, গোলাম সোবাহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান প্রমূখ।

এবিএন/ইমরান হোসেন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ