আজকের শিরোনাম :

তাড়াইলে কর্মহীন হতদরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১৯:২৯

‘নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক থাকতে সচেতনামূলক পরামর্শ দিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনাভাইরাস দুর্যোগ মোকাবিলায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭টি  ইউনিয়নের ৩ হাজার কর্মহীন, অসহায় ও হতদরিদ্রের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেয়ার ব্যবস্থা করেছেন আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের কর্তৃপক্ষ।

আজ শনিবার সকাল ১০টার দিকে তাড়াইল সাচাইল সদর ইউনিয়নের কর্মহীন হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে খাদ্য বিতরণের উদ্বোধন করেন আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের যুগ্ম সচিব মো. সামির হোসেন সাকী।

কর্মহীন হতদরিদ্রদের মধ্যে বিতরণকৃত খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ,  ৫০০ গ্রাম ডাল,   সয়াবিন  তৈল ৫০০ গ্রাম, ৫০০ গ্রাম লবণ।

আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মো. সারওয়ার হোসেন লিটন বলেন, আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্ট আমাদের নিজস্ব  অর্থায়নে পরিচালনা করে থাকি। করোনা ভাইরাস দুর্যোগ মোকাবিলায় তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নের কর্মহীন হতদরিদ্রদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী  পৌঁছিয়ে দেয়ার ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, সামাজিক দুরত্ব বজায়ে রাখতে  আজ শনিবার সকাল থেকে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে হতদরিদ্রদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে পর্যায়ক্রমে বাকি ৬টি ইউনিয়নের কর্মহীন হতদরিদ্রদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেয়া হবে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ