আজকের শিরোনাম :

বেড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১১:০৪ | আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১১:০৬

পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মাছখালি গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আসকার শেখের ছেলে আয়নাল শেখ নামের একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় উভয়পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছে। বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বেড়া থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।

বেড়া মডেল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রামানিক গোষ্ঠি ও শেখ গোষ্ঠীর মধ্যে যমুনা নদীতে মাছ ধরা নিয়ে ক্ষমতার প্রাধান্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

গতকাল সন্ধায় বেড়া উপজেলা কৈটলা ইউনিয়নের মাছখালি গ্রামের হাবিবর প্রামানিকের ছেলে মজিবর প্রামানিক ও একই গ্রামের মিন্টু শেখ ছেলে আব্দুল্লাহ শেখ মধ্যে মাছ ধরার ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় এবং উভয়ের মধ্যে হাতাহাতি হয়।
এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে মজিবর প্রামানিক গোষ্ঠির (সালাউদ্দিন গ্রুপ) লোকজন লাঠিসোটা নিয়ে মিন্টু শেখ গোষ্ঠির (আতাই মেম্বর গ্রুপ) লোকজনের বাড়িতে হামলা করে।

সময় বাধা দিলে উভয় পক্ষ লাঠিসোটা, দেশীয় ধারালো অস্ত্র, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খাঁন জানান, মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ৩ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এবিএন/নির্মল সরকার/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ