আজকের শিরোনাম :

নন্দীগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কলেজ মাঠে সাপ্তাহিক হাট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১০:৫৭

বগুড়ার নন্দীগ্রামে সাপ্তাহিক হাট বসেছে মনসুর হোসেন ডিগ্রি কলেজের মাঠে।

আজ মঙ্গলবার সকালে সাপ্তাহিক এ হাটে ব্যাপক লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, পুলিশ ও পৌরসভা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ কার্যক্রমের আওতায় সংক্রমণ এড়াতে সামজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণের কাঁচাবাজার ও মাছ-মাংস ক্রয়ের জন্য কলেজ মাঠে সাপ্তাহিক হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়।

তবে কলেজ মাঠে শুধু সবজির বাজার বসানো হয়েছে। এছাড়া মাছ-মাংসের বাজার বসেছে হাটের নির্ধারিত স্থানে। থানা পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে জনসাধারণদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য বার বার বলা হচ্ছে। সবজির বাজারে সামাজিক দূরত্ব কিছুটা বজায় থাকলেও মাছের বাজারে তা মানা হচ্ছে না।

মেয়র কামরুল হাসান সিদ্দিক জুয়েল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামজিক দূরত্ব বজায় রেখে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে সাপ্তাহিক হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। আমরা চেষ্টা করছি সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণকে চলাচল করাতে।
 
এবিএন/অদ্বৈত কুমার আকাশ/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ