আজকের শিরোনাম :

মাদারীপুরে ফরমালিনযুক্ত আম ধ্বংস ও জরিমানা আদায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০১৮, ২১:৩৮

মাদারীপুর, ১০ জুলাই, এবিনিউজ : মাদারীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমে বিষাক্ত ফরমালিন পাওয়া ৭ মন আম ধ্বংস করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মোবাইল কোর্ট সুত্রে জানা গেছে, শহরের কোর্টের মোড় এলাকায় আমের দোকানে অভিযান চালিয়ে বাদশা বেপারী ও নূর আলম খান প্রত্যেককে এক হাজার টাকা, পুরান বাজার কাঁচাবাজার এলাকার আম ব্যবসায়ী মাইনুল কাজীকে দুই হাজার টাকা, মস্তফাপুর বাজারের আমের আড়তের ফোরকান সরদার ও সোহরাব আলী প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ সময় আমে বিষাক্ত ফরমালিন পাওয়ায় ৭ মন আম জব্দ করে ধ্বংশ করা হয়। 

এ ব্যাপারে জেলা প্রশাসনের এনডিসি আল-মামুন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা আজরিন তম্বী বলেন, ভ্রাম্যমাণ আদালতের খবরে অনেক আম ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। তারপরেও আমরা বেশ কিছু দোকানে অভিযান চালাই। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ