আজকের শিরোনাম :

নন্দীগ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১১:১৪

বগুড়ার নন্দীগ্রামে পানি নিষ্কাশন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে থালতা মাজগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার দাড়িয়াপুর গ্রামে কাঠ ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাড়িতে টিউবওয়েল বসানোর পরে এই টিউবওয়েলের পানি নিষ্কাশন (ড্রেন) কৃষক আব্দুল হালিমের বাড়ির পিছন দিয়ে দেয়। তখন কৃষক হালিম পানি নিষ্কাশনে বাধা প্রদান করে।

এ নিয়ে দুই পক্ষের মধ্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।

ইউপি সদস্য (মেম্বার) আশরাফ আলী জানান, টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুর রহমান বলেন, পানি নিষ্কাশন নিয়ে মারামারি হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এবিএন/অদ্বৈত কুমার আকাশ/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ