আজকের শিরোনাম :

তাহিরপুর থানা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১৩:৩৮

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের দারিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে তাহিরপুর থানা পুলিশ।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমানের তত্ত্বাবধানে গতকাল বৃহ¯পতিবার দুপুরে থানা চত্ত্বরে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

তাহিরপুর থানা পুলিশের ব্যক্তিগত অর্থায়নে উপজেলা সদরের বিভিন্ন গ্রামের ৫০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, দেড় লিটার সয়াবিন তেল ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানার এসআই দীপঙ্কর বিশ্বাস, মিজানুর রহমান, জহুর লাল, মনিতোষ দাস, শংকর দে, আলমাস মিয়া, এএসআই নজরুল ইসলাম, মীর হোসেনসহ থানা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, করোনা ভাইরাস কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দারিদ্র মানুষের কথা বিবেচনায় নিয়ে নিু আয়ের কিছু মানুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ