আজকের শিরোনাম :

ভূরুঙ্গামারীতে উপজেলা ফলদ বৃক্ষ মেলা শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০১৮, ২০:০২

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম), ১০ জুলাই, এবিনিউজ : ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা ’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শুরু হয়েছে ফলদ বৃক্ষ মেলা/ ১৮।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিনব্যাপী এ ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী।

পরে উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. মোস্তাফিজুর রহমান উপ পরিচালক খামারবাড়ি কুড়িগ্রাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান সরকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুডি কমান্ডার এটিএম শাহজাহান মানিকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ । এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামুল্যে ফলদ বৃক্ষের চারা বিতরন করা হয়।

উদ্বোধনী দিনে মেলার ১৫টি স্টলে বিভিন্ন বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের চারা প্রদর্শিত হয়।

এবিএন/এ এস খোকন/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ