আজকের শিরোনাম :

আত্রাইয়ে ১০ টাকা কেজির চাল উদ্ধার, থানায় মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ১৪:০৮

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেল কলোনির চাল ব্যবসায়ী শাহীন আলমের বাড়ি থেকে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদারিদ্রের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ এর ১০ টাকা কেজি দরের ছয় বস্তা চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বুধবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রিয়াজুল ইসলাম বাদী হয়ে শাহীন আলমকে আসামি করে মামলাটি দায়ের করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম জানান, অনিয়ম করে ব্যবসায়ী শাহীন আলম সরকারি চাল ক্রয় করে মজুদ করেছেন। চাল উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

এছাড়া ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় মামলা দায়ের হয়েছে।

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, চাল উদ্ধারের ঘটনায় আত্রাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রিয়াজুল ইসলাম বাদী হয়ে শাহীন আলমকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

এবিএন/মো. রুহুল আমীন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ