আজকের শিরোনাম :

আখাউড়ায় করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত নারীর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ১৩:০৫

ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় করোনার উপসর্গ নিয়ে ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামের ৫০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল ভোর রাত ৩টার সময় মহিলা শ্বশুর বাড়িতে অবস্থানকালে মৃত্যুবরণ করেন।

সম্প্রতি এই মহিলা কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে শশুর বাড়িতে আসেন।তিনি কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন।

পারিবারিকভাবে দাবি করেন এই মহিলা স্ট্রোকে মারা গিয়েছে। তবে গ্রাম বাসী দাবি করেন ওনি নারায়ণগঞ্জ থেকে এসে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ছিলেন। আক্রান্তের বিষয়টি তারা গোপন রাখেন।

ধরখার ইউনিয়ন পরিষদ সদস্য মো. ফারুক মিয়া জানান, এই মহিলা তার স্বামীর সাথে নারায়ণগঞ্জে বসবাস করে আসছিলেন। তার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মহিলা ১০-১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে রাণীখারে তার শ্বশুর বাড়িতে আসেন।

আজ বৃহস্পতিবার সকালে মহিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তাতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই মহিলা নারায়ণগঞ্জ থেকে আসার বিষয় কিংবা অসুস্থ হওয়ার বিষয় কেউ আগে থেকে জানায় নি। হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহের জন্য যাচ্ছেন।

এবিএন/এইচ এম পারভেজ/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ