তাহিরপুরে তিনটি পরিবার লকডাউন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ১২:০৪

সুনামগঞ্জের তাহিরপুরে গার্মেন্টস ফেরত তিন পরিবারকে লকডাউনে রাখা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে তিন পরিবারকে লকডাউনে থাকার নির্দেশ প্রদান করেন তাহিরপুর উপজেলা প্রশাসন।

লকডাউনে থাকা তিনটি পরিবার হলো উপজেলার বালিজুড়ি ইউনিয়নের লোহাচুড়া গ্রামের মৃত মজর আলীর ছেলে আলবাব আলী, আনোয়ারপুর গ্রামের রাকিব আলীর, তার ছেলে ছুরত আলী ও একই গ্রামের রতিন্দ্র দাসের স্ত্রী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ উপজেলার তিনটি পরিবার নারায়নগঞ্জের একটি গার্মেন্টসে পোষাক কর্মী হিসাবে কাজ করতো। গত দুইদিন আগে তারা বাড়িতে আসে।

বিষয়টি তাহিরপুর উপজেলা প্রশাসন জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের আদেশক্রমে আগামী ১৪ দিন তাদের লকডাউনে থাকার নির্দেশনা দেয়া হয় এবং তাদের বসতবাড়ির সামনে লাল নিশান টাঙ্গানো হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা নারায়নগঞ্জের গার্মেন্টস ফেরত পোষাক কর্মীদের ১৪ দিন লকডাউনে থাকার নির্দেশ দেয়া হয়েছে এবং তাদের বসতবাড়ির সামনে লাল নিশানা টাঙ্গানো হয়েছে।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ