আজকের শিরোনাম :

সুনামগঞ্জে ডাক্তার কর্মচারীদের সুরক্ষা সামগ্রী প্রদান করলেন পরিকল্পনা মন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১৩:৩৬

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান আজ বুধবার জেলার  ১১ উপজেলার হাসপাতালের জন্য ৭৫টি করোনা পরীক্ষাকরণ কীট, ১১০টি পিপিই, ৩ হাজার সার্জিকেল মাস্ক, ৩৫টি সার্জিকেল চশমা ও ৬টি ডিজিটাল থার্মোমিটার প্রদান করেন।

সকাল সাড়ে ১০টায় মন্ত্রীর পক্ষ থেকে ব্যক্তিগত সহকারী হাসনাত হোসাইন এই সুরক্ষা সামগ্রী সিভিল সার্জন ডা. শামছুদ্দিনের হাতে তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. শামছুদ্দিন, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন প্রমূখ।

এর আগে মন্ত্রী সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের জন্য ৬৪টি পিপিই প্রদান করেন।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ