আজকের শিরোনাম :

তাড়াইলে কর্মহীনদের মাঝে ছাত্রলীগ নেতা হুমায়ুনের ত্রাণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ১৪:২৪

কিশোরগঞ্জের তাড়াইলে করোনা ভাইরাস দুর্যোগ মোকাবিলায় দুইশ কর্মহীন অসহায়দের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছিয়ে দিয়েছেন কর্মীবান্ধব উদয়মান ছাত্রলীগ নেতা হুমায়ূন কবির।

উপজেলা ছাত্রলীগের কর্মীবান্ধব উদয়মান ছাত্রনেতা হুমায়ূন কবিরের নিজস্ব অর্থায়নে গতকাল (৬ এপ্রিল) সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার তাড়াইল সাচাইল সদর ইউনিয়নের নং ওয়ার্ডের দুইশত কর্মহীন অসহায়দের ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

প্রতিটি খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল ৩ কেজি চাল, ১ কেজি আলু, ২৫০ গ্রাম ডালসহ জনসচেতনতামূলক লিফলেট।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম ঠেকাতে অসহায়দের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেয়ার ব্যবস্থা করেন ওই ছাত্রলীগ নেতা।  

খাদ্যসামগ্রী পৌঁছাতে তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক হৃদয় আহম্মেদ, উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ারুল হক আকন্দ, ফয়সাল আহম্মেদ, রাসেল আহম্মেদ, রায়হান উদ্দিন, লোকনাথ রায়, সাব্বির আহম্মেদ, কামাল পাশা প্রমূখ।

তাড়াইল উপজেলা ছাত্রলীগের উদয়মান ছাত্রনেতা হুমায়ূন কবির বলেন, করোনা ভাইরাস দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহব্বানে ও  কিশোরগঞ্জ  জেলা ছাত্রলীগের নির্দেশনায় আমার ক্ষুদ্র পরিবেশে ৩নং ওয়ার্ডের দুইশত কর্মহীন অসহায়দের ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

“আসুন করোনা ভাইরাস আক্রমণ থেকে বাঁচতে নিজে সচেতন থাকি, অন্যকে সচেতন থাকতে সতর্কতামূলক পরামর্শ দেই”।

এবিএন/সুমন মিয়া/গালিব/জসিম

 

 

এই বিভাগের আরো সংবাদ