আজকের শিরোনাম :

দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না : হুইপ ইকবালুর রহিম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১৫:২০

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে হবে উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের মানুষ যেন কষ্ট বুঝতে না পারে সে জন্য ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্য পৌঁছে দেয়া হচ্ছে। দেশে খাদ্যের কোনো অভাব নেই। দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না 

আজ সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দিনাজপুর শহরের পুলহাটস্থ রুপম মোড়ে ভ্যানচালকসহ অসহায় ও দরিদ্রদের মধ্যে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকতে হবে। আপনারা ঘরে থাকুন। আমরা খাদ্য পৌঁছে দেব। এ সময়ে মানসেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। কোনো মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। সে জন্য সব প্রকার পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এ সময় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন হুইপ ইকবালুর রহিম । 

দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, আওয়ামী লীগ নেতা তহিদুল ইসলাম সানু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ