আজকের শিরোনাম :

ফরিদপুরের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১৪:৫১

ফরিদপুরের ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের একশ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় আজ সোমবার বেলা ১১টায় শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নুল আবেদিন, পুলিশ লাইনস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম শেখ প্রমূখ।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম লবণ ও নগদ অর্থ।
অপর দিকে সদর উপজেলার অবহেলিত নর্থচ্যানেল ইউনিয়নের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্কাকুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোফাজ্জেল হোসেন, শ্রমিক লীগের মো. চুন্নু মিয়া।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোফাজ্জেল হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে আমার ইউনিয়নের অনেক মানুষ এখন বেকার হয়ে পড়েছে।

তাদের কথা চিন্তা করেই আমরা নিজেরাই অর্থ সংগ্রহ করে সহযোগিতা করছি। আমাদের এ সহযোগিতা চলমান থাকবে।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

 

 

এই বিভাগের আরো সংবাদ