আজকের শিরোনাম :

তাড়াইলে উপজেলা আওয়ামী লীগ সভাপতির খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১৪:৪৯

“নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক থাকতে সচেতনতামূলক পরামর্শ দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস দুর্যোগ মোকাবিলায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূইয়া মোতাহারের ব্যক্তিগত উদ্যোগে চারশত কর্মহীন দারিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেয়ার ব্যবস্থা করেন।

গতকাল (৫ এপ্রিল) রবিবার বিকেল ৪টার দিকে তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের চারশত কর্মহীন দারিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারের জন্য ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, একটি সাবান ও জনসচেতনতামূলক লিফলেট।

ধলা ইউনিয়নে দারিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন তাড়াইল থানার উপ-পরিদর্শক রাজীব আহম্মেদ পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির ভূইয়া, জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য রফিকুল ইসলাম খান, ফারুক মেম্বার, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগম, ধলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সাইফুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা সাফায়েত আহম্মেদ আকাশসহ উপজেলা এবং ধলা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূইয়া মোতাহার সাহেব জরুরী কাজে তাড়াইলের বাহিরে থাকায় উনার ব্যক্তিগত উদ্যোগে ধলা ইউনিয়নের ৪০০ কর্মহীন দারিদ্র পরিবারের মধ্যে  ত্রাণসামগ্রী পৌঁছিয়ে দেয়ার জন্য আমাকে দায়িত্ব দেন।

আমি গতকাল রবিবার বিকেলে ধলা ইউনিয়নের চারশত অসহায় দারিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিয়েছি।

এবিএন/মো. সুমন মিয়া/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ