আজকের শিরোনাম :

পটুয়াখালীতে বজ্রাঘাতে নিহত ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ২০:১১

পটুয়াখালীতে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে হঠাৎ পটুয়াখালীতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়।

জানা যায়, দুপুরের দিকে আকস্মিক বজ্রপাতে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের রিকশাচালক জাহাঙ্গীর হোসেন তালুকদার (৩৮) নিহত হয়। জাহাঙ্গীর খলিসাখালী গ্রামের মৃত মো. আজাহার হাওলাদারের ছেলে।

একই সময় মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামে বজ্রপাতে কৃষক হাবিব হাওলাদার (৫২) নিহত হন। এ ঘটনায় আর তার ছেলে তারেক হাওলাদারও (১৮) আহত হয়। আহত তারেককে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, একই সময়ে বজ্রপাতে জেলার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া গ্রামের মাদ্রাসা ছাত্র জোবায়ের ইসলাম (১৬) নিহত হয়।  ঘটনার সময়ে জোবায়ের বাড়ির পাশে তরমুজ ক্ষেতে গেলে আকস্মিক বজ্রপাতে সে নিহত হয়। জোবায়ের ওই এলাকার মো. রফিক খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ