আজকের শিরোনাম :

কেরানীগঞ্জে করোনায় আক্রান্ত ১, এলাকা লকডাউন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১৮:৪৭

কেরানীগঞ্জে এই প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৭০ বছর বয়সী ওই ব্যক্তিকে রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাসা কেরানীগঞ্জ উপজেলা জিনজিরা ইউনিয়ন মডেল টাউনের ১ নম্বর রোডে। তিনি একজন ব্যবসায়ী বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন। 

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বলেন, 'ওই ব্যক্তি অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি কোনো বিদেশ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন কি-না তা জানা যায়নি।'

কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, 'কভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির বাসা জিনজিরা মডেল টাউনে। খবরটি পাওয়ার পর মডেল টাউন এলাকা লকডাউন করা হয়েছে।'  

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ