আজকের শিরোনাম :

পীরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১৬:২৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রতিবন্ধী, কর্মহীন মানুষে মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ রবিবার সকালে পীরগঞ্জ পৌরশহরে বিভিন্ন স্থানে শতাধিক প্রতিবন্ধী, কর্মহীন মানুষে মাঝে ৮ কেজি চাল, ৫ কেজি ডাল, ৩ কেজি চিনি ও ১ কেজি তৈল বিতরণ করেন লে. কর্নেল বখতিয়ার ও ক্যাপ্টেন শিবাহ।

সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সৈয়দপুর ক্যান্টনমেন্টের ২২২ পদাতিক ব্রিগেডের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি বেবী টাইগার্স) ব্যবস্থাপনায় এ ভ্রাম্যমাণ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম ও স্থানী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। সেনাবাহিনীর সুশৃঙ্খলতার সাথে ত্রাণ পেয়ে সুবিধাভোগীরা অনেক খুশি।

এবিএন/বিষ্ণুপদ রায়/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ