আজকের শিরোনাম :

গলাচিপায় কর্মহীন অসহায়দের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১৬:২০

করোনা ভাইরাস মোকাবেলায় ও প্রতিরোধে সরকারের নির্দেশ মোতাবেক গলাচিপা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম এর অয়োজনে গতকাল ৪ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ হলে দুর্যোগ ব্যবস্থপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী-৩ আসনের এমপি এসএম শাহাজদা প্রধান অতিথি হিসেবে করোনা পরিস্থিতি মোকাবেলায় এবং জনগণকে ঘরে থাকার বিষয়টি জরুরী সিন্ধান্ত  গ্রহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবাসহ নানাবিধ প্রস্তাব এবং যথাযথভাবে কার্যকর করার বিষয় তিনি সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকতা, পুলিশ বাহিনী ও ডাক্তার এবং স্বাস্থ্য কর্মী প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশনাকে বাস্তবায়নের অনুরোধ করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ।

সভায় ১২ ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, থানা পুলিশ ও গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। সভায় সার্বিকভাবে সরকারের করোনা

ভাইরাস প্রতিরোধ ও পরিস্থি বিষয়ে আপ-গ্রেড বিষয়ে আলোচনা হয়।

অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন প্রমূখ।

অপরদিকে জেলা প্রশাসকের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক জিএম সরফরাজ আজ ৫ এপ্রিল রবিবার গলাচিপা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে যেয়ে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ত্রাণ বিতরণের অংশ নেন।

এবিএন/মু. জিল্লুর রহমান/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ