আজকের শিরোনাম :

বদলগাছীতে মোবাইলে মেসেজ পেয়ে ত্রাণ পৌছে দিলেন ইউএনও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১৩:০০

নওগাঁর বদলগাছীতে মোবাইলে মেসেজ পেয়ে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলার কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ ও গরীব মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় সরকারি ত্রাণ বিতরণ করা হয়।

নওগাঁ ডিসি, স্থানীয় সাংবাদিক, ৩৩৩ এবং ৯৯৯ এর তথ্য মোতাবেক আজ ৫ এপ্রিল বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবন থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুরদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেওয়া হয়।

১ টি প্যাকেটে প্রতিজনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১টি সাবান দেওয়া হয়। ৩২টি মোটরসাইকেলযোগে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষক, স্কাউট দল, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কর্মচারী ও একটি বাড়ি একটি খামার এর কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে ৩২ জন মানুষের মাঝে এ ত্রাণসামগ্রী পেীঁছে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির বলেন, ডিসি নওগাঁ, উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক মেসেঞ্জার, স্থানীয় সাংবাদিক, ৩৩৩ ও ৯৯৯ এর মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রত্যন্ত গ্রামাঞ্চলের কর্মহীন অসহায়দের তালিকা করে তাদের নিজ নিজ বাড়িতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এবিএন/হাফিজার রহমান/গালিব/জসিম
                

 

এই বিভাগের আরো সংবাদ