আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১২:৪৭ | আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১২:৫০

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সিরাজগঞ্জে অধিকাংশ দোকানপাট ও রিক্সাভ্যান চলাচল বন্ধ করা হয়েছে। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব কর্মহীন নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কর্মহীন নিম্ন আয়ের পরিবারের মাঝে সরকারি সহায়তার পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় দানশীল ব্যক্তিদের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ চালু করা হয়েছে।

ইতিমধ্যেই জেলার সবকয়টি উপজেলায় এ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল ও ১ কেজি লবণ প্যাকেট আকারে বিতরণ করা হচ্ছে। ১০ দিন পর পর এই প্যাকেট বিতরণ অব্যাহত থাকবে।

ইতোমধ্যেই সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সবকয়টি উপজেলায় বরাদ্দকৃত চাল কর্মহীন ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

এছাড়া স্থানীয় বিত্তবান, বিভিন্ন সংগঠন ও এনজিওর পক্ষ থেকে নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এদিকে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া আরো ৫’শ পরিবারকে অর্ন্তভূক্ত করে শীঘ্রই খাদ্যসামগ্রী বিতরণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।

এবিএন/এসএম তফিজ উদ্দিন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ