আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে টাউন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১২:১২ | আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১২:১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে টাউন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন ও ঔষধ রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন।

উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের এক রোগী পায়ের ব্যথা অনুভব হলে ডাক্তারের পরামর্শ করে প্রেসক্রিপশন করে নেয়।

সেই অনুযায়ী ১ এপ্রিল বুধবার বিকালে রোগীর লোকজন পৌর শহরের পূবালী ব্যাংকের নিচে বিমল চন্দ্র সাহার টাউন ফার্মেসিতে ঔষধ কিনতে গিয়ে প্রেসক্রিপশন দেখালে তার একটি মেয়াদ উত্তীর্ণ মায়োলাক্স প্লাস ইনজেকশন দেয়।

এরপর ইনজেকশনটি রোগীর শরীরে পুশ করার ফলে সুস্থ হওয়ার পরিবর্তে অস্তিরতা বাড়ায় রোগীকে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে রোগীর লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করিলে গত ৩ এপ্রিল শুক্রবার বিকেলে নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য দোকানের সামনে আসলেও দোকানদার বিষয়টি আগেই টের পেয়ে দোকানটি বন্ধ করে নিজেকে আড়াল করেছিল। দোকানটি বন্ধ থাকায় নির্বাহী কর্মকর্তা ফিরে যায়।

পরে রাত সাড়ে আটটার দিকে দোকান খোলার খবর পেয়ে পুনরায় এসে দোকানে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন ও ঔষধ রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে ফার্মেসির মালিক বিমল চন্দ্র সাহার ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন।   

এবিএন/তাজুল ইসলাম/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ