আজকের শিরোনাম :

মাদারীপুরে জ্বর-গলাব্যথায় মৃত ১, নমুনা সংগ্রহ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১১:৪৮ | আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১১:৫৪

মাদারীপুরের কালকিনিতে রবিবার ভোরে জ্বর ও গলাব্যথায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

মৃত ব্যক্তি কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের বাসিন্দা। তার বয়স হয়েছিল ৫০ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরে শরীরে জ্বর ও গলাব্যথা নিয়ে অসুস্থ হন ওই ব্যক্তি। এ সময় তারা স্থানীয় একজন চিকিৎসকে ডেকে আনলে তিনি কিছু ওষুধ দেন।

পরবর্তীতে ভোরের দিকে সালাম ফকির মারা যান। পরে কালকিনি থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গিয়ে তার নমুনা সংগ্রহ করে। এই নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হবে।

কালকিনি থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, কয়েকটি বাড়ি আমাদের নজরদারিতে রাখা হবে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ