আজকের শিরোনাম :

১৩ দিন আটকে থাকার পর ভারত থেকে দেশে ঢুকল ৬২ ট্রাক পাট বীজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১১:০২

৬২টি পাট বীজের ট্রাক ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ভেতরে ১৩ দিন আটকে থাকার পরে বাংলাদেশে প্রবেশ করেছে।

গতকাল শনিবার সারাদিন ট্রাকগুলো লালমনিরহাটের বুড়ীমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মাহফুজুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় ওই ট্রাকগুলো দেশে এসেছে। ওই সব ট্রাকে ১২’শ মেট্রিক টন পাট বীজ আমদানি করা হয়।


বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী তাহাজুল ইসলাম মিঠু জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে আমদানি করা পাট বীজগুলো খালাস করা হয়। পাট বীজের কৃত্রিম সংকট দেখিয়ে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সেই জন্য এ উদ্যোগ।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার সোমেন কুমার চাকমা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের এক আদেশ পেয়ে জরুরি বৈঠক করে পাট বীজের ট্রাকগুলো বাংলাদেশে আনা হয়।

উল্লেখ্য, এর আগে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে চ্যাংড়াবান্ধা স্থলবন্দর গত ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এতে আমদানিকৃত ৬২টি পাট বীজের ট্রাক আটকা পড়ে। এরপর অজ্ঞাত কারণে আরও ৩ দিন বন্ধ থাকার পর আজ ট্রাকগুলো বাংলাদেশে ঢুকল।

এবিএন/আসাদুজ্জামান সাজু/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ