আজকের শিরোনাম :

বদলগাছীতে কর্মহীন দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ১২:৩৭

নওগাঁর বদলগাছীতে ৮টি ইউনিয়নে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলার কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ ও গরীব মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরকারি ত্রাণ বিতরণ করা হয়।

আজ ৪ এপ্রিল সকাল ১০টায় উপজেলা হলরুমে ৮টি ইউনিয়নে চেয়ারম্যানদের প্রদত্ত তালিকা অনুযায়ী এ খাদ্য বিতরণ করা হয়েছে।

১টি প্যাকেটে প্রতিজনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১টি সাবান দেওয়া হয়।

বিতরণকালে সার্বিক সহযোগিতা করেন বদলগাছী উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট মো. নাহারুল ইসলাম, উপজেলার সকল দপ্তরের অফিসারবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির বলেন, সরকারি ত্রাণ তহবিল থেকে নভেল করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলার কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ ও গরীব মানুষদের জন্য ২০ মে. টন চাল ও ৬০ হাজার টাকা বরাদ্দ এসেছে ৮টি ইউনিয়নের চেয়ারম্যানদের তালিকা অনুযায়ী এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া প্রত্যন্ত গ্রামাঞ্চলের যারা উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক মেসেঞ্জারে নাম প্রেরণ করেছে তাদেরকেও ত্রাণ পৌঁছিয়ে দিবেন বলে তিনি জানান।

এবিএন/হাফিজার রহমান/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ