আজকের শিরোনাম :

দেবীগঞ্জে করোনা সন্দেহে পরীক্ষা করতে মেডিকেলে গেল যুবক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ১১:০৪

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ৩১ বছর বয়সের এক যুবকের করোনা সিমটোম দেখা দেয়ায় করোনা সন্দেহে রংপুর মেডিকেল হাসপাতালে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৭টায় তাকে প্রেরণ করা হয়েছে। সে দেবীগঞ্জ উপজেলার ধনুচেংঠী এলাকার বাসিন্দা এবং ঢাকা গাজিপুরে এক ওষুধ কোম্পানিতে চাকুরি করতো।

জানা যায়, গত ৭-৮ দিন আগে ঢাকা গাজিপুর থেকে সে পঞ্চগড়ের গ্রামের বাড়ি ধনুচেংঠী গ্রামে আসে। আসার পর থেকে সে নিজেকে অসুস্থ মনে করে। এরপর করোনার সিমটোম দেখা দেয়ায় শুক্রবার বিকেলে সে তার বাবাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে নিজ ইচ্ছাই স্বাস্থ্য পরীক্ষা করতে চায়।

পরে স্বাস্থ্য সহকারী ফজলুর রহমান তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন।

স্বাস্থ্য সহকারী ফজলুর রহমান জানান, সে করোনা বিষয়ে মোটামুটি জানতো। সিমটোমগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে সেচ্ছাই স্বাস্থ্য পরীক্ষা করতে চাইলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স করে তাকে রংপুরে পাঠানো হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, ওই যুবকে রংপুরে পাঠানোর পর আমরা প্রশাসনের পক্ষ থেকে তার এলাকায় গিয়ে প্রতিবেশীদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছি।

এবিএন/ডিজার হোসেন/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ