আজকের শিরোনাম :

তাড়াইলে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি মুজিবুল হক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ১০:৫০

“নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক থাকতে সচেতনতামূলক পরামর্শ দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস দুর্যোগ মোকাবিলায় কিশোরগঞ্জের তাড়াইলে ১ হাজার দুইশত অসহায় দারিদ্রদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করলেন কিশোরগঞ্জ- ৪ (তাড়াইল- করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুজিবুল হক চুন্নু।

গতকাল শুক্রবার দুপুরে তাড়াইল উপজেলা পরিষদ চত্ত্বরে ৭টি ইউনিয়নের ১ হাজার দুইশত অসহায় দারিদ্রদের মাঝে খাদ্য প্রদান করে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করলেন  বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুজিবুল হক চুন্নু এমপি।

বিতরণকৃত খাদ্যসামগ্রী মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডালসহ জনসচেতনতামূলক লিফলেট।

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুজিবুল হক চুন্নু  এমপি সাহেবের একান্ত সচিব মো. আমিরুল ইসলাম খান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেন ভূইয়া চাঁনমিয়া, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ আলম সিদ্দিকী, জাতীয় যুব সংহতি  তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুভেল, জাতীয় ছাত্রসমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু শিকদারসহ উপজেলা জাতীয় পার্টি এবং উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কিশোরগঞ্জ- ৪ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মুজিবুল হক চুন্নু জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনারা করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সতর্ক হোন, আমরা  সবাই একটু সচেতন থাকলেই করোনা ভাইরাসের আক্রমণ থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস দুর্যোগ মোকাবিলায় আমার নিজস্ব অর্থায়নে আজ তাড়াইল উপজেলার ১ হাজার দুইশত অসহায় দারিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেয়ার ব্যবস্থা করেছি।

এবিএন/মো. সুমন মিয়া/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ