আজকের শিরোনাম :

চাকরি রক্ষায় পায়ে হেঁটেই ঢাকায় ছুটছে মানুষ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০০:০৮

ময়মনসিংহের ভালুকা উপজেলায় হঠাৎ করেই রাস্তায় অসংখ্য মানুষের স্রোত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই ছুটছে ঢাকার উদ্দেশে। এদের বেশিরভাগই পোশাক গার্মেন্টস শ্রমিক।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে দিকে ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ চিত্র দেখা যায়।

নারী-পুরুষ শ্রমিকরা জানায়, চলতি মাসের ৫ তারিখ থেকে গার্মেন্টস খুলবে। ৪ তারিখ ভিড় বাড়তে পারে রাস্তায়, এজন্য আজই ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন শ্রমিকরা। কিন্তু ঢাকামুখী পরিবহন না পেয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে তাদের। ছোট ছোট পরিবহনে অথবা কিছুদূর পায়ে হেঁটেই ঢাকার দিকে যাচ্ছেন অনেকেই।

এ বিষয়ে জানতে চাইলে নারী-পুরুষ শ্রমিকরা দৈনিক অধিকারকে জানান, চাকরি রক্ষার ভয়ে আমরা এই করোনার ভয় উপেক্ষা করেই যাত্রা শুরু করেছি আমরা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ