আজকের শিরোনাম :

কাউখালীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ১৩:১০

মহামারি করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) প্রেক্ষিতে জনসমাগম রোধে পিরোজপুরের কাউখালিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দোকানে ৪ হাজার ৫’শ টাকা জরিমানা।

গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক এর নেতৃত্বে কাউখালীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা ও গণজমায়েত করার কারণে করোনা সংক্রমণ রোধে উপজেলার কাউখালি মহিলা কলেজ এলাকায় তিন জন, জয়কুল বাজারে দুজনসহ ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে জনসমাগম ছত্রভঙ্গ করা, একটি ক্যারাম বোর্ড জব্দ ও নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করেন।

এবিএন/সৈয়দ বশির/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ