আজকের শিরোনাম :

রাজবাড়ীতে কর্মহীন অসহায়দের মাঝে খাবার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ১২:৫৫

মরণঘাতী করোনা ভাইরাসের কারণে চলছে লকডাউন। এই ভাইরাস এর আক্রমণের আতংকে দিনযাপন করছে মানুষ।

এমন পরিস্থিতিতে রাজবাড়ী রেলওস্টশনে আটকা পরেছে বিভিন্ন জেলা থেকে আসা দিনমজুর মানুষগুলো। এদের খবর রাখছে না প্রশাসন।

সবচেয়ে বেশি কষ্টের মধ্যে দিন পার করছে গরীব অসহায় খেটে খাওয়া মানুষ গুলো। নেই থাকার কোন ব্যবস্থা। রেলস্টেশনে থাকতে গেলেও পুলিশ পিটিয়ে উঠিয়ে দিচ্ছে।  এমন অসহায় মানুষের পাশে দাড়িয়েছে মানবিক রাজবাড়ী নামে একটি সামাজিক সংগঠন। লকডাউনের ২য় দিন থেকেই খাবার দেওয়া শুরু করে সংগঠনটি।

তারাই ধারাবাহিকতায় গতকাল ১ এপ্রিল বুধবার দুপুরের খাবার বিতরণ করেন মানবিক রাজবাড়ী।
এই রেলস্টেশনে থাকা মানুষের খাবার দেওয়া হয়।

দুপুরের খাবারের ব্যবস্থা করে মানবিক রাজবাড়ীর  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাফি ও তার বন্ধুরা।

এ সময় মানবিক রাজবাড়ীর চেয়ারম্যান সাংবাদিক খন্দকার বিউল ইসলাস, মানবিক রাজবাড়ীর র্ধমীয় সম্পাদদক রাজু আহাম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ্দাম সাকিব রাফি, সদস্য মো. স্বাধীনসহ সংগঠনের অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবিক রাজবাড়ীর পাশাপাশি অনেকই এগিয়ে আসছেন এখানে খাবার দিতে। জেলা কমিউনিস্ট পার্টি সাবেক সভাপতি আবুল কালাম চেষ্টাতেও মানুষ নিয়মিত খাবার পাচ্ছে। যারাই খাবার বিতরণ করে একটি সমন্বয় করে এই স্থানে খাবার বিতরণ করা হয়। ৩ বেলা খাবার একজন এক বেলার খাবারের দায়িত্ব নিচ্ছে। প্রায় শতাধিক মানুষ খাবার পেলেও নেই তাদেরে থাকার কোন ব্যবস্থা নেই স্বাস্থ্যসম্মত কোন শৌচাগার।

এবিএন/খন্দকার রবিউল/গালিব/জসিম

 

 

 

 

 

এই বিভাগের আরো সংবাদ