আজকের শিরোনাম :

কাপাসিয়ায় বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ১১:১৬

করোনার ভাইরাস সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুধার্ত মানুষের সাহায্যার্থে ভাসমান বেদে পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ করে মহানুভবতা দেখিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা।

গতকাল ১ এপ্রিল দুপুরে শীতলক্ষ্যা নদীর তীরে তরগাঁও খেয়াঘাট অবস্থানরত বেদে নারী পুরুষের হাতে চাল, ডাল, আলু, তেলের খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন। এমন দৃশ্য দেখে পথচারীরা নারী ইউএনও প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

ইউএনও কাছ থেকে তাদের হাতে খাদ্যসামগ্রী পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। করোনার কারণে সারা দেশে সরকারি বিধি নিষেধ থাকায় এসব বেদে সম্প্রদায় লোকজন সাপ নিয়ে প্রত্যন্ত পল্লীতে অবাধে বিচরণ করতে পারছেন। আয়-রোজগার করতে পারছিল না। বেদে পরিবারের মাঝে চলছিল হাকার।

এমন বিপদের সময় ক্ষুধার্ত মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন ইউএনও  ।

এ সময় উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুবুর রহমান সিকদার ও ইউপি সদস্য আমিনুল ইসলাম মিন্টু প্রমূখ।

এবিএন/নুরুল আমিন/গালিব/জসিম

 

 

এই বিভাগের আরো সংবাদ