আজকের শিরোনাম :

কাউখালীতে ইউএনওর উদ্যোগে নদীতে ভাসমান বাজার স্থাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ১০:৫৮

পিরোজপুরের কাউখালীর এই সুপরিচিত গাবখান চ্যানেল থেকে প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০টি মালবাহী জাহাজ কাউখালী বন্দর ভিড়ে। প্রতিটি জাহাজে প্রায় ১৫ জন কর্মকর্তা, কর্মচারী থাকেন। তারা বন্দরে নেমে বাজার করে।

কাউখালী বন্দরটি গাবখান আন্তর্জাতিক চ্যানেল সংযুক্ত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ এ পথে যাতায়াত করে। তাদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় তাদেরকে বন্দরে উঠে বাজার করতে বার বার নিষেধ করা হয়। কিন্তু তারা কিছুতেই শুনছিলো না। তাই আজ তাদের বাজারের জন্য একটা ট্রলার নির্দিষ্ট করে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহকারী কমিশনার ভূমি রফিকুল হক, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

জাহাজে থাকা সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার এই মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবিএন/সৈয়দ বশির/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ