আজকের শিরোনাম :

তাড়াইলে করোনা সচেতনতায় ইউএনওর সতর্কতামূলক মাইকিং

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১৪:০৫

“নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক থাকতে পরামর্শ দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে হ্যান্ড মাইকে সতর্কতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ।

জানা গেছে, আজ বুধবার দুপুর ১টার দিকে তাড়াইল বাজারে জনসমাগম ঠেকাতে সতর্কতামূলক মাইকিং করে নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ জনগণকে জানিয়ে দিচ্ছেন অযতায় কেউ বাজারে ঘোরাঘুরি করবেন না।

নিজে সুস্থ থাকুন অনকে সুস্থ রাখুন, নিত্যপ্রয়োজনীয় মালামাল ক্রয় করে বাড়িতে ফিরে যান। আপনারা সচেতন হলেই করোনা ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত থাকবেন, নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন।

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ বলেন, ভয়ের কোনো কারণ নেই আমরা সবাই একটু সচেতন হলেই করোনা ভাইরাসের আক্রমণ থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ।

করোনা ভাইরাস প্রতিরোধে আপনারা সবাই সচেতন হোন, অন্যকে সচেতন থাকতে সতর্কতামূলক পরামর্শ দিন। সবাই জনসমাগম এড়িয়ে চলুন। নিত্যপ্রয়োজনীয় মালামাল বহনকারী যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন তাড়াইল বাজারে প্রবেশ না করার জন্য তিনি নির্দেশনা দেন।


এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিএন/মো. সুমন মিয়া/গালিব/জসিম

 

এই বিভাগের আরো সংবাদ